আমাদের অঙ্গীকার

সম্মানিত গ্রাহকবৃন্দ

আপনার ব্যবসার আকার ছোট বা বড় যাই হোক না কেন আমরা আই এন্ড ভি বায়ো বাংলাদেশ আপনাকে সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বছরে ৩৬৫ দিনই জীবন্ত আর্টিমিয়া নপলি সরবরাহ করার ব্যাপারে বদ্ধপরিকর। এছাড়াও আমরা অন্যান্য আর্টিমিয়াজাত পণ্য, ডায়েটস্ এবং স্বাস্থ্যসম্মত পন্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ।

সহযোগী অংশীদারবৃন্দ

আই এন্ড ভি বায়োতে আমাদের অঙ্গীকারঃ

*   স্থানীয়ভাবে বাজারে উপস্থিত থাকা।

*   আমাদের গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে সহজে ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন করা।

*   আপনার প্রতিষ্ঠানে একটি সহযোগী সরবরাহকারী হিসাবে   কাজ করা।  উপযুক্ত মানসম্পন্ন পণ্য সরবরাহে আর্টিমিয়া       

শিল্পে একটি মানদন্ড হিসাবে  প্রতিষ্ঠিত হতে নূতন উদ্ভাবন আমাদের অনুপ্রাণিত করে।

সমন্বয়

আই এন্ড ভি বায়োতে প্রকৃতিবান্ধব পণ্য ব্যবহার করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও ইহার  ধারাবাহিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উপযুক্ত কার্যক্রম, প্রটোকল এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাকে সজ্জিত করেছি।

সম্মানিত গ্রাহকবৃন্দ

আপনার ব্যবসার আকার ছোট বা বড় যাই হোক না কেন আমরা আই এন্ড ভি বায়ো বাংলাদেশ আপনাকে সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বছরে ৩৬৫ দিনই জীবন্ত আর্টিমিয়া নপলি সরবরাহ করার ব্যাপারে বদ্ধপরিকর। এছাড়াও আমরা অন্যান্য আর্টিমিয়াজাত পণ্য, ডায়েটস্ এবং স্বাস্থ্যসম্মত পন্য সরবরাহ করতে অঙ্গীকারবদ্ধ।

সমন্বয়

আই এন্ড ভি বায়োতে প্রকৃতিবান্ধব পণ্য ব্যবহার করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও ইহার  ধারাবাহিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উপযুক্ত কার্যক্রম, প্রটোকল এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাকে সজ্জিত করেছি।

সহযোগী অংশীদারবৃন্দ

আই এন্ড ভি বায়োতে আমাদের অঙ্গীকারঃ

*   স্থানীয়ভাবে বাজারে উপস্থিত থাকা।

*   আমাদের গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে সহজে ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন করা।

*   আপনার প্রতিষ্ঠানে একটি সহযোগী সরবরাহকারী হিসাবে   কাজ করা।  উপযুক্ত মানসম্পন্ন পণ্য সরবরাহে আর্টিমিয়া       

শিল্পে একটি মানদন্ড হিসাবে  প্রতিষ্ঠিত হতে নূতন উদ্ভাবন আমাদের অনুপ্রাণিত করে।

আমরা যা করি

আই এন্ড ভি বায়ো পণ্য ও সেবার ক্ষেত্রে এক সৃজনশীল সরবরাহকারী যা একোয়া কালচার শিল্পে অতুলনীয়। এটি একোয়া কালচারে ২৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন মি: লুক ভন নিউয়েনহভ এবং মি: ফ্রাংক ইন্ডাইন এর মত একটি বিশেষজ্ঞ টিম দ্বারা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিটি প্রথম পরিকল্পিত ও বিশেষায়িত শিল্প হিসাবে থাইল্যান্ডের চনবুরিতে চালু হয়। ইতিমধ্যে এই শিল্পটিকে আমরা আমাদের বর্তমান পরীক্ষা কেন্দ্রে রূপান্তরিত করেছি। ২০১৪ সালে আই এন্ড ভি বায়ো থাইল্যান্ডের ফাং গা তে স্থানান্তরিত হয়ে নূতন ও বৃহদাকারে প্রতিষ্ঠিত হয়।

থাইল্যান্ড, ইন্ডিয়া (৩), ইন্দোনেশিয়া, ইকুয়েডর, ভিয়েতনাম ও পাশাপাশি বাংলাদেশ, মেক্সিকো  এবং ইউরোপে আমাদের প্রধান একোয়া কালচার মার্কেট বিস্তৃত করবো।

কেন আমাদেরকে পছন্দ করবেন

বহু বৎসরের কারিগরি দক্ষতা ও গবেষণালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে আমাদের পণ্যের গুণগত মান অক্ষুন্ন রাখতে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা প্রতিদিন জীবন্ত এবং তাৎক্ষণিক ব্যবহারযোগ্য আর্টিমিয়া  ইন্সটার্ট-১

নপলি এবং সমৃদ্ধ আর্টিমিয়া নপলি(ইনস্টার্ট-এনার্জি) সরবরাহ করে থাকি।

দৈনিক সরবরাহের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি যা পণ্যের নতুনত্ব ও গুনগত মান উন্নয়নে সহায়তা করে থাকে।

  • পরিষ্কার ও বিশুদ্ধ
  • ভিব্রিও মুক্ত
  • সর্বোচ্চ জীবিতের হার
  • তাৎক্ষণিক ব্যবহারযোগ্য
  • প্রতিদিন সরবরাহযোগ্য
  • নিয়মিত নপলি গণনা
4332
3 ডিসেম্বর 2012 থেকে, প্রতিদিন একটি নিরবচ্ছিন্ন সরবরাহ রয়েছে।
1
কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা।
+ 0
দক্ষ কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
+ 1
একোয়া কালচারে বহু বছরের অভিজ্ঞতা।

সাম্প্রতিক খবরাখবর

গ্রাহক ও প্রশংসাপত্র

আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে খুঁজুন

No images found!
Try some other hashtag or username

আমরা আপনার সাথে সাক্ষাত করে খুবই আনন্দিত!